খুলনা মহানগরীর প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের হলে কলম একাডেমী লন্ডন এর উদ্যোগে শুক্রবার (১৮ মার্চ) সকাল ১১ টায় “অক্ষরে অমরতা” স্লোগানের আন্তর্জাতিক পতাকাবাহী সাহিত্য ও সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান কেন্দ্রীয় সাহিত্য ও কবি সমাবেশ-২০২২ প্রোগাম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কলম একাডেমী লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেশ্বর ড. শহীদুর রহমান খান,
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডীন প্রফেসর ড. শেখ মোঃ রাজিবুল ইসলাম; খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা-সহ লেখক, কবি সাহিত্যিক, কলম একাডেমী লন্ডনের অন্যান্য পদস্থ ব্যক্তিবর্গ এবং সুধীবৃন্দ।