খুলনা মহানগরীর ১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাওনকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় মামলা করেছে পুলিশ।
কেএমপি’র তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেনেড বাবুসহ ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামী করা হয়েছে। রবিবার দিবাগত রাতে বয়রাস্থ পাবলিক কলেজের সামনে গুলিবর্ষণের ঘটনায় আজ সোমবার (১৭ জানুয়ারি) মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে রূপসার রাজাপুরের কাজীরহাট এলাকার মৃত সুলতানের ছেলে নগরীর গোবরচাকার নাহিদের মোড়ের ইউনুস সরদারের বাড়ীর ভাড়াটিয়া সাইদুল ওরফে সাইদুর (৩৭)। তার কাছ থেকে একটি রিভলবার ও একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ককটেলসহ জব্দ করে পুলিশ।
মামলার আসামীরা হল-নগরীর আহসান আহমেদ রোডের মন্টুর ছেলে গ্রেনেড বাবু (৩২), সাইদুল ওরফে সাইদুর (৩৭), গোবরচাকা নাহিদের মোড় ইউনুস সরদারের বাড়ীর মৃত সুলতানের ছেলে পলাশ ওরফে চিংড়ি পলাশ (২৮), গোবরচাকার খালাসী বাড়ীর পাশের মধুর ছেলে ইমন (৩০), ফুলতলা পয়গ্রামের বাসিন্দা রাসেল (২৭) এবং শেখপাড়ার আঃ সাত্তারের ছেলে তুহিন (২৬)সহ অজ্ঞাত আরো তিনজন। কেএমপি’র মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।