খুলনার ফুলতলায় গলা কাটা নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহর মাথার অংশ এখনও পাওয়া যায়নি। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার উত্তরডিহি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস তালুকদার জানান, ওই এলাকার ধান ক্ষেতে মাথাবিহীন অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। মরদেহটি অল্প বয়সি এক নারীর বলে ধারণা করা হচ্ছে। তার বিছিন্ন মাথা এখনো পাওয়া যায়নি। তাই পরিচয়ও শনাক্ত করা যায়নি।
এর আগে গত সোমবার বিকেলে ফুলতলার যুগ্নিপাশা এলাকার ধানক্ষেত থেকে হানিফ পরিবহনের সুপারভাইজার তুহিন মোল্যার (৪০) গলায় গামছা পেচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে। ঘটনার ৩৬ ঘন্টা পরে ফুলতলায় উদ্ধার হলো আরেকটি মরদেহ।