মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী এবং বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠান বুধবার (২৩ মার্চ) বিকালে খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, এই মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানতে পেরেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন মেলার মাধ্যমে তুলে ধরা হয়। মেলার সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি, সামাজিক সংগঠনকে ধন্যবাদ জানান সিটি মেয়র। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) মো: আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী।
পরে মেয়র খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে ছয়জন অসহায় শ্রমিকের চিকিৎসার জন্য তিন লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ ও স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।