খুলনায় একটি বিদেশী শর্টগান ও সাত রাউন্ড গুলিসহ দু’যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর একটি অভিযানিক দল।
শুক্রবার রাত পৌনে তিনটার দিকে তাদের দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের জনৈক মোস্তফার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলো, দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে মো: মাসুদ ও একই এলাকার মো: রহিমের ছেলে মো: সাজ্জাদুল ইসলাম।
র্যাবের সূত্র জানায়, অভিযান চলাকালীন তারা জানতে পারে দিঘলিয়ার সেনহাটি গ্রামের গোলাম মোস্তাফার বাড়িতে মাদক বিক্রির জন্য কয়েকজন মানুষ অবস্থান করছে। এ সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা তাদের কাছ থেকে একটি বিদেশী শর্টগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সীমকার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে দিঘলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।