খুলনার শপিং কমপ্লেক্সে লাগোয়া রহিমা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মিরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারী) বেলা পৌনে ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, নগরীর খুলনা শপিং কমপ্লেক্সে লাগোয়া রহিমা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। সংবাদ পেয়ে টুটপাড়া ও বয়রা সদর স্টেশনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দায়িত্বশীল ব্যক্তি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে।