খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলায় ইটভাটায় মোবাইল কোর্ট ও জরিমানা! ৪ ডিসেম্বর ২০২৩ তারিখে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয় এর যৌথ অভিযানে পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক জনাব মো: আসিফুর রহমান এর নেতৃত্বে কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র/নবায়নবিহীনভাবে পরিচালিত ০৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭,৫০,০০০/- (সতের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব পারভেজ আহম্মেদ ও জনাব মো: মারুফ বিল্লাহ উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষা/বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।