খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ৯ই আগষ্ট (মঙ্গলবার) রাত সাড়ে আটটার সময় রূপসা থানাধীন বাগমারা গ্রামস্থ জনৈক জুয়েল শেখ এর বিসমিল্লাহ ফার্নিচার দোকানের সামনে হতে আসামী মোঃ রাজীব শেখ (২৯), পিতা- মোঃ ওসমান শেখ, সাং- পূর্ব রূপসা (বাগমারা, দক্ষিণপাড়া), থানা-রূপসা, জেলা-খুলনাকে আটক করে জেলা ডিবি পুলিশ খুলনা। এ সময় আটক আসামীর হেফাজত হতে ১১০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার পূর্বক ৯ই আগষ্ট (মঙ্গলবার) রাত পৌনে নয়টার সময় জব্দতালিকা মুলে জব্দ করে ডিবি। উক্ত ঘটনায় আটক আসামির বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে।যার নং-০৯, তারিখ- ০৯/০৮/২০২২ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)। উল্লেখ্য যে, উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উক্ত মামলাসহ মোট ০২ টি মামলা রয়েছে।