খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই মোঃ হাসানুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ (বুধবার) সন্ধ্যা ছয়টার দিকে বটিয়াঘাটা থানাধীন গঙ্গারামপুর ইউনিয়নের দ্বীপবরনপাড়া গ্রামস্থ দ্বীপবরনপাড়া খেয়াঘাট সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। সজল রায় (৪৫), পিতা-শৈলেন রায়, মাতা-যতিকা রায়, সাং- বড় খলিশা, থানা-দাকোপ, জেলা-খুলনা, ২। মিলন রায় (৫০), পিতা- মৃত কৃষ্ণপদ রায়, মাতা-অঞ্জলী রায়, সাং-হালিয়া, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাদ্বয়কে আটক করে। আটক পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হতে সর্বমোট (২০০+১০০)=৩’শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে ডিবি। উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে এসআই মোঃ হাসানুজ্জামান জব্দতালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।যার নং-১২, তারিখ- ৩০/০৩/২০২২ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)। আরও জানা যায়, উক্ত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। আসামী সজল এর নামে উক্ত মামলাসহ সর্বমোট ০৩ টি মামলা রয়েছে।