খুলনায় দুই সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর ডলি বেগম এর মা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম, তার ৬ বছরের মেয়ে ফাতেমা ও ৭ মাস বয়সী ছেলে ওমর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহলের কারণে শনিবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টার মধ্যে যে কোন সময়ে নিজ বাড়িতে ডিকটিম ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে ডলি বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মৃত ডলি বেগমের স্বামী আব্দুল মান্নান জানান, সকালে বই লাইব্রেরীতে তার কর্মে যাওয়ার সময় তার স্ত্রী কে বলে বলেন আমি সকালে সকালে বাড়ী এসে দাওয়াত খেতে যাবো। তিনি দুপুরে বাড়ীতে এসে দেখতে পান বাড়ীর ঘরের দরজা বন্ধ। জালনার ফাক দিয়ে দেখেন তার স্ত্রী ঘরের আড়ার সাথে নিজের পরনের কাপড় ৎ পেচিয়ে ঝুলছে। পরে মান্নান থানা পুলিশ খবর দিলে তারা দরজা ভেঙ্গে ৩টি মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা জানান আমি শুনেছি কিন্তূ এ মুহূর্তে কিছু বলতে পারছিনা ।
এব্যাপারে ডুমুরিয়া থানার পুলিশ ৩টি লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিনো হয়েছে।