খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য বিধি মেনে ক্লাবের সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
সভার শুরুতে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ক্লাবের সভাপতি কর্তৃক মনোনয়ন দেয়া কার্যনির্বাহী কমিটির দু’জন নতুন সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও মোঃ শাহ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় কোষাধ্যক্ষ এসএম কামাল হোসেন ক্লাবের ২০২২ সালের বাজেট পেশ করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ক্লাব পরিচালনার সুবিধার্থে বিভিন্ন উপপরিষদ গঠন, ‘খুলনা প্রেসক্লাব, ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক’র জন্য ট্রাস্টি বোর্ড গঠন, দেশের মধ্যে বার্ষিক শিক্ষা সফর আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও এএইচএম শামিমুজ্জামান, নির্বাহী সদস্য এসএম জাহিদ হোসেন, হাসান আহমেদ মোল্লা, শেখ আবু হাসান, মোহাম্মদ আলী সনি, মোঃ তরিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান ও শেখ মোঃ সেলিম উপস্থিত ছিলেন।