1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
খুলনা বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক মানবাধিকার সংবাদ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:০৭|
শিরোনামঃ
সাতক্ষীরা’র তালায় ভোক্তা অধিকারের অভিযানে এক দুধ ব্যবসায়ীকে জরিমানা। তালায় পাঁচ মাস পর কবর থেকে এক জনের লাশ উত্তোলন. অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম তালা গ্রীন ম্যানের। সাতক্ষীরায় ৭০ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তালায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। তালায় ইসকনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত তালায় পুত্র আর পুত্রবধুর হাতে মারধরের শিকার হয়ে মায়ের মৃত্যুর অভিযোগ। শিশুশ্রম সংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন বিষয়ক সভা তালা উপজেলা মসজিদের সাবেক মোয়াজ্জিন ও খাদেমের মৃত্যু। 

খুলনা বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মানবাধিকার ডেক্সঃ
  • Update Time : বুধবার, জুন ৮, ২০২২,
  • 730 Time View

খুলনায় মানববন্ধন ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে-বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক এর উপর বিএনপি’র চিহ্ণিত সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ ৮ জুন বুধবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন চলাকালে সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের ওপর হামলা মানে বাক স্বাধীনতার ওপর হামলা। যারা দেশের স্বাধীনতা-গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা দেশের উন্নয়ন বিশ্বাস করেনা তারাই সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর হামলা চালিয়েছে। উক্ত মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের ওপর হামলাকারি বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা সাংবাদিক নেতা ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, কোন ধরনের উষ্কানি ছাড়াই বার বার সাংবাদিকরা আক্রমণের শিকার হয়। কোন হামলাই আর বরদাস্ত করা হবেনা। সমাবেশ থেকে সকল সাংবাদিকের নিরাপত্তারসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার দাবি জানানো হয়। এ দিকে খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃকা করেন, খুলনা সাংবাদিক ইউনিনে সাবেক সভাপতি শেখ আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, মহানগর যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ, মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবু।উক্ত মানববন্ধনে বক্তৃতা করেন বিএফইউজে’র যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, বিএফইউজে’র কার্যনির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির,খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সভাপতি রকিব উদ্দিন পান্নু, খুলনা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি,ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন খুলনা জেলা সভাপতি মো: জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়,বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, স্বজন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুনীল দাস, খুলনা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আবু সাঈদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page