খলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি’র) মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৯ বোতল ফেন্সিডিল ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারিদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার (৭ জানুয়ারি) ও গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ টুটুল মোল্ল্যা(৩৯), বিশ্বজিৎ বৈরাগী(২৩), মোঃ নাজিবুর রহমান রাজিব(৩৯) ও মোঃ আবজাল হোসেন লিটন(৩০) কে মাদকদ্রব্যসহ মহানগরীর খুলনা ও আড়ংঘাটা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা, ০৯ বোতল ফেন্সিডিল এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধারপূর্বক জব্দ তালিকা করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে ৪ টি মামলা রুজু করা হয়েছে।