কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মাদক কারবারিদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কেএমপির সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ জানুয়ারি) গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী খালিশপুর থানার ১৬ নং রোডের বাগানবাড়ী এলাকার মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে মোঃ সাওন(২২) এবং দৌলতপুর থানার তরুন সেনা রোড দত্তবাড়ী মুচিপাড়া মোড় এলাকার মোঃ আজিজুল মোল্ল্যার ছেলে মোঃ শিপুল মোল্লা(১৯) কে খুলনা মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানা পুলিশ গ্রেফতার করে।
এসময় আটককৃত মাদক কারবারিদের নিকট হতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১শ’ গ্রাম গাঁজা আলামাত হিসাবে উদ্ধারপূর্বক জব্দ তালিকা করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু করা হয়েছে।