খুলনা মহানগরীতে গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে ৬৩০পিস ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) পৃথক এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
গ্রেফতার মাদকরা হল- বাগেরহাটের মোড়েলগঞ্জের কচুবুনিয়া দৈব্যকাঠি গ্রামের মোঃ খোকন হাওলাদারের ছেলে নগরীর টুটপাড়া খ্রীষ্টানপাড়ার বাসিন্দা মোঃ আলামিন হাওলাদার জসিম (২০) এবং নগরীর আড়ংঘাটাস্থ রায়েরমহল মধ্যপাড়ার মুন্সি ইসমাইল হোসেনের ছেলে মুন্সি রিয়াদ (৩২)। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।