গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্র রায়হান (১২) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৪ এপ্রিল সোমবার সকালে পলাশবাড়ী উপজেলার পাশ্ববর্তী গোবিন্দগঞ্জের কোমরপুর বাজার নামক এলাকায়।
সরেজমিনে জানা যায়, গোবিন্দগঞ্জের কোমরপুর চৌমাথা হাঁসবাড়ী রোডস্থ কল্যাণ স্টিল এন্ড অটবি লিগার ফার্নিচার মার্ট-এ দীর্ঘদিন থেকে অল্প মজুরী দিয়ে শিশু শ্রমিক দ্বারা ফার্ণিচারটি পরিচালিত হয়ে আসছিল। রায়হান ঘটনার দিন সকালে প্রতিদিনের ন্যয় কাজে আসলে ফার্নিচারের স্বত্ত্বাধিকারী আঃ সালাম কর্মরত ওই শিশু শ্রমিক রায়হানকে ফার্নিচারের টিনের চালা পরিষ্কার করার জন্য টিনের চালায় উঠিয়ে দেন। ওই শিশু শ্রমিক রায়হান বুঝিয়ে উঠার আগেই টিনের চালায় লেগে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে। রায়হান হাঁসবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে আপোষ মিমাংসার চেষ্টা চলছে।#( চলবে)