চলন্ত গাড়িতে যাত্রীদেরকে কৌশলে ‘হালুয়া’ খাইয়ে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ সর্বস্ব কেড়ে নেয়। এমন কাজে জড়িত একটি চক্রের প্রধানসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (উত্তর) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধ জব্দ করা হয়।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের খুলশীর ফয়’স লেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. মহিউদ্দিন (৩০), মো. কামাল হোসেনকে (৩২) ও মো. আনোয়ার হোসেন (৪২)।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার আলী হোসেন বলেন, মলম পার্টি চক্রটির নেতৃত্ব দিতো মহিউদ্দিন। তার সঙ্গীয়রাসহ মিলে নগরের বাস ও রেলওয়ে স্টেশনসহ যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রীদের টার্গেট করতো। পরে কৌশলে চেতনানাশক ওষুধ মেশানো ‘হালুয়া’ খেতে রাজী করাতো যাত্রীদের। খাওয়ার পর ওই যাত্রী অজ্ঞান হয়ে পড়লে টাকা-পয়সা, স্বর্নালংকার ও মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিত তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য খুলশী থানায় হস্তান্তর করা হয়।