চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র-ককটেলসহ ১৩ মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
শুত্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামে অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরি অস্ত্র (হাশুয়া) ও ১টি ককটেলসহ ১৩ মামলার ওই আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জ সদও উপজেলার বহরমপুর হঠাৎপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ রাব্বানী (৪০)।
শুত্রবার গভীর রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মর্দানা গ্রামস্থ জনৈক এরফানের পরিত্যাক্ত টিনসেট বাড়ীর সামনে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরি অস্ত্র (হাশুয়া) ও ১টি ককটেলসহ ১৩ মামলার ওই আসামীকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে জানায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।