খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটের সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংবাদ’ এর জেলা প্রতিনিধি চাইথোয়াই মারমা’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩জুন) দুপুর ১২টার দিকে পার্বত্য প্রেস ক্লাবের সভাপতি দেবপ্রসাদ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্যতম সিনিয়র সদস্য নূরুল আজম মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলার সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি চাইথোয়াই মারমা একজন সৎ ও কর্মঠ সংবাকর্মী,সব সময় নিরপেক্ষ ভাবে সংবাদ প্রকাশে তার ভূমিকা অনস্বীকার্য,চাইথোয়াই মারমা’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এরই পরিপ্রেক্ষিতে কোন ফলপ্রসূ না হলে আমরা আমাদের কলমের শক্তি দিয়ে চাইথোয়াই মারমাকে মুক্ত করে আনবো।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে পার্বত্য প্রেস ক্লাবের সভাপতি দেবপ্রসাদ ত্রিপুরা, স্থানীয় দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক ও পাবর্ত্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাজু, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সাংবাদিক রিপন সরকার,পাবর্ত্য প্রেসক্লাবের কার্যকরী সদস্য সিনিয়র সাংবাদিক সুজন বড়ুয়া প্রমুখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।