হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপের মধ্যে চারটি থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
বাকি দুটি কূপ পুনরায় চালু করার জন্য প্রকৌশলীরা কাজ করছেন।
শেভরন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান বলেন, “চারটি সক্রিয় কূপ থেকে গ্যাস উত্তোলন অব্যাহত রয়েছে। বাকি দুটি কূপ সক্রিয় করতে অভিজ্ঞ প্রকৌশলী কাজ করছেন।”
তিনি আরো বলেন, বৃহস্পতিবারের মধ্যে ৫ নম্বর কূপ পুনরায় চালু করা সম্ভব হতে পারে।
পাইপলাইনে ময়লা জমে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপ কাজ বন্ধ করে দেওয়ায় রমজানের প্রথম দিন (৩রা এপ্রিল) থেকে দেশে গ্যাস সংকট দেখা দেয়।
মিরপুর, পল্লবী, লালমাটিয়া, শাহজাহানপুর, মোহাম্মদপুর, তেজতুরী বাজার, রাজাবাজার ও ধানমন্ডির বাসিন্দারা প্রথম রমজান থেকেই গ্যাসের তীব্র সংকটের অভিযোগ করেন