চুনারুঘাটে প্রবাসীর স্ত্রী কে জবাই করে হত্যা
বাড়ীর রাস্তা নিয়ে ভাসুর ও ভাসুর পুত্রদের সাথে দীর্ঘদিনের বিরোধ।সম্প্রতি র্যাব বরাবর অভিযোগ দেন নিহত পলি আক্তার (৩০)। এরই প্রতিহিংসার জের ধরে (১৬ সেপ্টেম্বর) শুক্রবার সকালে পেয়ারা গাছ নিয়ে তর্কাতর্কি হয়।কিছুক্ষণের মধ্যেই ভাসুর পুত্র মাসুক, মামুন ও শামীম সহ কয়েকজন র্দুবৃত্ত প্রথমেই লাঠি দিয়ে পলিকে আঘাত করে। এক পর্যায়ে ফিকল দিয়ে উপর্যোপুরি আঘাত করে ও ক্রান্ত হয়নি তারা। পরে দাড়ালো ছুরি দিয়ে জবাই করে পলি আক্তার এর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় পাষন্ডরা। চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের গজারিয়াপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ আলী আশরাফ ও সার্কেল এএসপি মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পলি আক্তারের স্বামী মোঃ আকতার মিয়া সৌদিআরব প্রবাসী। তাদের ৮ বছরের একটি ছেলে রয়েছে।
খবর পেয়ে শতশত মানুষ ঘটনাস্থলে জড়ো হন।এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল তৈরী করে মর্গে প্রেরন ব্যবস্থা করছিল পুলিশ। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।