খুলনার পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য স্যার পিসি রায়ের জন্ম বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই (শুক্রবার) বিকেলে আরকেবিকে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। মঈনুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। প্যানেল মেয়র মাহবুবর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শাহনেওয়াজ শিকারী জুয়েল, অধ্যক্ষ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ।বক্তব্য রাখেন গৌতম কুমার ঘোষ, সাবেক সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শংকর কুমার দেবনাথ, যুবলীগ নেতা আরশাদ আলী ও আজিজুল হাকিম।