যশোরঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০১টি সফল অভিযানে ২০ লিটার চোলাই মদ সহ আসামী গ্রেফতার-১।
রবিবার (০৯ জানুয়ারী ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) সোলায়মান আক্কাছ, এএসআই (নিঃ) এস এম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর অভয়নগর থানা এলাকায় অভিযান করিয়া অভয়নগর থানার নামাপাড়া ব্রাহ্মণ গ্রামস্থ ছাগল হাটা গলি রবিউল ইসলামের নবনির্মিত বিল্ডিং এর সামনে সলিং রাস্তার উপর হতে আব্দুল মালেক, পিতা- আবদুল বারেক হাওলাদার, সাং- বুইকারা ৫নং ওয়াড, থানা-অভয়নগর, যশোর কে ২০ লিটার চোলাই মদ সহ গ্ৰেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ১০,০০০/- টাকা।
এ সংক্রান্তে এএস আই ফুরকান বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন।