ঝালকাঠির রাজাপুরে এনায়েত হোসেন হাওলাদার (৩১) নামে এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ। আজ (২৯ মার্চ) মঙ্গলবার ভোর রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় তাঁকে।
এ সময় তাঁর কাছ থেকে চারটি গাঁজা গাছ ও চারশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক এনায়েত কেওতা গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে এনায়েতের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় এনায়েতের বাড়িতে রোপন করা ৪টি গাঁজা গাছ ও একটি প্লাস্টিকের কৌটায় রাখা ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে এনায়েতকে আটক করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘আটক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।