শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর শুক্রবার বিকালে তেতুলতলা বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়। বিকাল ৪ টায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল ইসলাম ফটিক। ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক আক্রামুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ -সভাপতি আলতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, উপজেলা জাতীয় শ্রমিক লীগ নেতা আল মামুন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়শা সিদ্দিকা রুপালি প্রমূখ।
পরে সর্বসম্মতিক্রমে আক্রামুল ইসলামকে সভাপতি ও ছৈইদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।