নীলফামারী ডিমলায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ করতে গিয়ে কুকুর’র কামড়ে জখম হয়েছে এক শিশু। স্থানীয় সুত্রে জানা যায়,জেনারুল ইসলাম’র একমাত্র পুত্র মোরসালিন (৫) ঈদের নামাজ পড়তে ও ঈদ আনন্দ করতে ময়দানে গেলে কুকুরের কামড়ে গুরুতর জখম হয়।
মঙ্গলবার (৩-মে)উপজেলার মধ্যম সুন্দর খাতা মাইঝালির ডাঙ্গা গ্রামে ঈদের ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়তে যায় মোরসালিন। এসময় মুসল্লিরা ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়া শুরু করলে কুকুরের কামড়ে শিশু মোরসালিন গুরুতর জখম হয় । মুসল্লিরা নামাজ শেষে মোরসালিনকে কুকুরের হাত থেকে উদ্ধার করে। পরে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুরে রের্ফাড করেন।
জখমী মোরসালিনের বাবা জেনারুল ইসলাম প্রতিবেশী মুসা মিয়াকে সাথে করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বিকেলে সরে জমিনে গিয়ে দেখা যায় ঈদের দিন যেখানে সকলের বাড়িতে ঈদের আনন্দ সেখানে মোরসালিন নিজ বাড়িতে বিছানায় শয্যা। স্থানীয়রা মোরসালিনকে দেখতে এসেছেন। মোরসালিনের মা মনিরা বেগম কান্না জড়িত কন্ঠে মুক্তির একাত্তর’র সংবাদকর্মীকে বলেন “মা তুমি রান্না কর আমি ঈদের নামাজ পড়ে এসে খাব”। জানা যায় মোরসালিনের বাবা জেনারুল ইসলাম ডোমার উপজেলাধীন মৌজাপাঙ্গা (১ নং ওর্য়াড) গ্রামের বাসিন্দা।