দশ পেরিয়ে এগারোতে পদার্পন,সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ স্লোগানকে সামনে রেখে, খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য ও বর্নিল আয়োজনে এশিয়ান টিভির ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায়
খুলনার ডুমুরিয়াউপজেলার চুকনগর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বর্নিল অনুষ্ঠানে ছিলো পবিত্র কোরআন তেলওয়াত,আলোচনা সভা, ক্রেষ্ট প্রদান ও কেককাটা।
মাস্টার নূরুল ইসলাল গাজীর সভাপতিত্বে, খুলনা জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মাহবুব আলম সোহাগ’র
সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন এশিয়ান টিভির পাইকগাছা, ডুমুরিয়া প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশ্বাস প্রপার্টিজ এর স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি আজগর বিশ্বাস তারা।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,চুকনগর ডিগ্রি কলেজ’র সাবেক অধ্যক্ষ ও সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এবি এম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবলীগ আহ্বায়ক গোবিন্দ কুমার ঘোষ, চুকনগর ডিগ্রি কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলামব্রাউন, বীরমুক্তিযোদ্ধ আবুল কালাম মহিউদ্দিন। আটলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবু দাউদ মোড়ল,চ্যানেল এস টিভি প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুল।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজ’র ভ্রাম্যমান প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা,সাংবাদিক ইব্রাহিম হোসেন, গাজী মাছুম, যুবলীগ নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিপ্লব কুমার ঘোষসহ খুলনার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সূধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মামনা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।সর্ব শেষে এশিয়ান টিভির ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।