ডুমুরিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ঘর পেল আকলিমা বেগম নামের এক অসহায় নারী।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করেন।
খোঁজ নিলে জানা যায়, ২০১৬ সালে কুলবাড়িয়া এলাকার মোঃ আফসারের পুত্র আবু তাহেরের সাথে বিয়ে হয় আকলিমা বেগমের। বিয়ের দুই বছরের মাথায় কোল জুড়ে পুত্র সন্তান আসাদুলের জন্ম হয়। আকলিমার আরেক সন্তান গর্ভে থাকা অবস্থায় ২০১৯ সালের ৯ই মে বৈদ্যুতিক দুর্ঘটনায় মারা যায় স্বামী আবু তাহের। সেই থেকে রাস্তার পাশে শ্বশুর-শাশুড়ি নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করতো আকলিমা। কপালে জোটেনি বিধবা কার্ড সহ কোন ধরনের সরকারি সুযোগ-সুবিধা। এরই মধ্যে চলতি বছরের মার্চ মাসে বসবাসকৃত ঘরের পাশের রাস্তায় ইঞ্জিন ভ্যান উল্টে মারা যায় বড় ছেলে আসাদুল (৫)।
এরপরই নজরে আসে উপজেলা প্রশাসনের।
বিষয়টির খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। পরবর্তীতে সিদ্ধান্ত নেন আকলিমাকে ঘর দেয়ার। তারই আলোকে নিজে উপস্থিত হয়ে কাঠালতলা ভুমিহীনদের জন্য তৈরিকৃত ঘরের ১১ নাম্বার ঘরটি বুঝিয়ে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন,জাতীয় দৈনিক সাংবাদিক ফোরামের সহ সভাপতি সেলিম আবেদ, সম্পাদক সুমন ব্রহ্ম, কোষাধ্যক্ষ আরিফুজ্জামান নয়ন, সাংবাদিক কোমল রাহাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এবিষয় নিয়ে কথা বললে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন কেউ ভূমিহীন থাকবে না। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি আকলিমা স্বামীহারা সন্তান হারা প্রকৃত পক্ষে অসহায়। তার একটু মাথাগোঁজার জায়গা প্রয়োজন তাই আমি নিজেই এসে ঘরটি বুঝিয়ে দিয়েছি।