খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সচ্ছ ব্যালটের মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় ৩২০ জন অভিভাবক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪ টি পদের বিপরীতে ৭ জন অভিভাবক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়, ফলাফল ঘোষণায় ১নং অভিভাবক সদস্য নির্বাচিত হয় মোঃ মোস্তাক বিশ্বাস ১৬৮ ভোট পান , ২য় অভিভাবক সদস্য নির্বাচিত হয় মোঃ মান্নান সরদার ১৬৬ ভোট পান। ৩য় কামরুজ্জামান চঞ্চল ১৬১ ভোট পান, ৪র্থ শক্তিপদ সরকার ১৫৬ ভোট পান। উল্লেখ্য সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে নাছিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নির্বাচিত ৪ জন সদস্যদের ভোটে সভাপতি পদ নির্বাচন করবেন।
এসময় নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু ধনঞ্জয় মন্ডল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা। ডুমুরিয়া উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারী জি এম শরিফুল ইসলাম।
নির্বাচন শেষে শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ সাংবাদিকের বলেন, নির্বাচনে কোন প্রকার সহিংসতা বা কোন ধরনের তনচোকতা হয়নি । অবাধ ও সুষ্ঠ উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করেছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। এসময় ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডুমুরিয়া থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিকাশ দাসসহ ৫ জন পুলিশ সদস্য।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।