খুলনার ডুমুরিয়া উপজেলার কালিকাপুর গ্রামে রবিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই যুবককে এক টাকা জরিমানাও তিনদিনের জেলহাজতে প্রেরণ করেছেন। প্রকাশ্যে ধুমপান করায় তাদের এ শাস্তি দেয়া হয়।
জানা গেছে, ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ শুকুর আলী শেখের ছেলে আবদুস সালাম শেখ (২০) ও ফারুক শেখের ছেলে মোঃ রুহিত শেখ (১৮)। মাদকদ্রব্য খাওয়ার অপরাধে মাদকদ্রব্য আইনে ২০১৮ ৩৬(৫) ধারা মোতাবেক ১টাকা অর্থ দন্ড ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।