ডুমুরিয়ায় প্রধান শিক্ষকের লাঠির আঘাতে ছাত্র আহত : খুমেক হাসপাতালে ভর্তি
মোঃ আক্তারুজ্জামান লিটন// খুলনা ব্যুরো।।
Update Time :
বুধবার, আগস্ট ২৪, ২০২২,
384 Time View
খুলনার ডুমুরিয়ার কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে। আহত ছাত্র শরিফুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রের পরিবার এবং সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান শ্রেনি কক্ষে পাঠ দান কালে বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্র একই এলাকার সেলিম হালদারের ছেলে শরিফুল ইসলাম (১৩) কে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এক পর্যায়ে লাঠির আঘাতে ছাত্রের বাম চোখের উপর অংশে লেগে কেঁটে গিয়ে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে আহত ছাত্রের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ বিষয়ে ছাত্রের পিতা সেলিম হালদার অভিযোগ করে বলেন,স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হেড মাস্টার মান্নান সাহেবের সাথে সম্প্রতি আমার বিরোধ চলছে। তারই জের ধরে তিনি শত্রুতা মূলক ভাবে আমার ছেলেকে মেরে আহত করেছেন। অভিযোগের বিষয় জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মান্নান সাংবাদিকদের জানান,ছাত্রটিকে শাসন করতে তিনি লাঠি দিয়ে ২/৩ টি বাড়ি দিয়েছি।পরে আহত ছাত্ররের মাকে ডেকে তার হাতে তুলে দিয়ে ছিলাম। কিন্ত সে এতটা অসুস্থ হবে তা আমি বুঝতে পারিনি। তবে আমি শত্রুতা মূলক ভাবে তাকে মারপিট করেছি একথা সঠিক নয়।