খুলনার ডুমুরিয়ায় রান্না ঘরে ভাত খেতে যেয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক দম্পতি’র মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে) দুপুরে ডুমুরিয়া উপজেলার কুলটি গ্রামে। এঘটনায় ওই দম্পতির এক মাত্র শিশু কন্যা আহত হয়েছে।
এলাকা বাসী সূত্রে জানা গেছে, উপজেলার কুলটি গ্রামের কৃষক অভিজিত বিশ্বাস(২৮) ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাস(২৩) আজ দুপুর আড়াই টার দিকে রান্না ঘরে ভাত খেতে যায়। কোন এক সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে রান্না ঘরের টিনের চাল ও বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। অজানা বশত বেড়ার স্পর্শ করলে ওই দম্পত্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
খবর পেয়ে প্রতিবেশিরা ছুটে এসে তাদের ঘরের মেইন সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এ সময় তাদের তিন বছর বয়সী শিশু অর্ণা বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যেয়ে আহত হয়। তবে শিশুটি এখন আশংকামুক্ত বলে জানা গেছে।