ডুমুরিয়ায় অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে মোবাইল সাভিসিং,মোটর ড্রাইভিং এবং দর্জি বিজ্ঞান ও এমব্রোডারি প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের অধীনে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচারক খান মোতাহার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আইনুল হক। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক প্রমুখ। সভায় জানানো হয় তিনটি ট্রেডে ৩ মাস মেয়াদী প্রশিক্ষন কর্মসূচীতে ৬০ জন প্রশিক্ষর্থী অংশগ্রহন করেছেন।