রোগীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সাতক্ষীরা তালা উপজেলায় উদ্বোধন হলো আনিশা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। দুপুরে তালার মহিলা কলেজ রোড সংলগ্ন আনিশা ক্লিনিকের নিজস্ব ভবনে এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের হাইওয়ের এডিশনাল ডিআইজি শ্যামল মুখার্জি, এসময় জনাব দীবা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার মশিয়ার রহমান, সরদার জাকির হোসেন, ডাঃ আব্দুস সালাম সহ সংশ্লিষ্টরা। আনিশা ক্লিনিক তালা অঞ্চলের রুগিরা সল্প খরচে উন্নত চিকিৎসা পাবেন জানান উদ্যোক্তারা।