1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
তালায় আদম পাচারকারী পরিবারের প্রতারণার স্বীকার হয়ে শতাধীক পরিবার পথে বসেছে - দৈনিক মানবাধিকার সংবাদ
২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ২:১৬|
শিরোনামঃ
পাইকগাছায় সম্পত্তি লিখে দেওয়ায় পিতার লাশ দাফনে ৫ কন্যার বাঁধা: ওসির হস্তক্ষেপে দাফন সম্পন্ন। দুবলার চরে ২১০ কেজি ওজনের কৈবল মাছ সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত  তালায় আব্দূর রহমান আদর্শ একাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান গলায় ফাঁস দিয়ে পুলিশ উপ-পরিদর্শকের আত্মহত্যা প্রাকৃতিক উপায়ে খাদ্য নির্ভর মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন নারী উদ্দোক্তা শিরিনা তালায় অসুস্থ গরু বিক্রির হিঁড়িক, হুমকিতে জনস্বাস্থ্য তালায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ তালায় ছেলে সন্তানের মা হলেন পরিচয়হীন পাগলী,বাবা অজানা তালার ০৯ নং সিটি ক্লাবের নতুন কমিটি গঠন

তালায় আদম পাচারকারী পরিবারের প্রতারণার স্বীকার হয়ে শতাধীক পরিবার পথে বসেছে

মানবাধিকার ডেক্সঃ
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩,
  • 338 Time View

পিতা সহ ৩ পুত্র সকলেই একাধীক মামলার আসামী,মামলাবাজও বটে!মিথ্যা মামলায় অতিষ্ঠ এলাকার মানুষ!

তালায় একাধীক মামলার আসামী,আদম পাচারকারী পিতা ও ৩ পুত্র’র নানা প্রতারণা ও মিথ্যা মামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তাদের প্রতারণার স্বীকার হয়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছে শতাধীক পরিবার। নিজেদের দোষ ঢাকতে মিথ্যা মামলা দিয়ে পাওনাদার সহ এলাকার অনেককে হয়রানী করছেন প্রতারক পরিবার। তবে তদন্তে প্রতিটি ঘটনায় মিথ্যা প্রমানিত হয়েছে। ভূক্তভোগী ও এলাকাবাসী এবার প্রতারক পরিবারের বিচার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
জানাযায়, কাদের মালী ও তার ৩ ছেলে মিজানুর, রেজাউল, আরিফুলের বিরুদ্ধে প্রত্যেকের নামে পৃথক পৃথক তালা থানা, পাইকগাছা থানা, সাতক্ষীরা আদালতে প্রতারনা ও নারী নির্যাতন মামলা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধীক অভিযোগ রয়েছে। কেউ তাদের অপকর্মের প্রতিবাদ করলে মিথ্যা মামলায় হয়রানী করার বহু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
তথ্যনুসন্ধানে আরও জানাযায়, তালা উপজেলার বারুইহাটি গ্রামের মৃতঃ সামাদ মালীর পুত্র আব্দুল কাদের মালী উপজেলা নির্বাহী অফিসের নৈশ্য প্রহরী ও পরে ডুপ্লিকেটিং মেশিন অপরেটরে চাকুরী করাকালীন সময়ে অর্থ কেলেংকারী সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধীক দাপ্তরিক অভিযোগ সহ প্রতারনা মামলা বিচারাধীন রয়েছে। তালা থানার মামলা নং: ২১ তাং: ৮/০৪/২০ খ্রি: ধারা- ৪০৬/৪২০/৪৬৮/৪৭১/৫০৬।

কাদেরের বড় ছেলেঃ মিজানুরের বিরুদ্ধে ২ টি মামলায় একটিতে ২ বছরের সশ্রম কারাদন্ড অপর মামলায় ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৮ লক্ষ টাকার অর্থদন্ড প্রাপ্ত ফেরারী আসামী।
কাদেরের মেঝো ছেলেঃরেজাউল করিম পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই মামলার অন্যতম আসামী। তালা ও পাইকগাছা থানায় তার বিরুদ্ধে বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারনার একাধীক অভিযোগ রয়েছে।
কাদেরের ছোট ছেলেঃআরিফুল ইসলাম বাবু সাতক্ষীরা আদালতের বিচারাধীন প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী । তালা থানার মামলা নং:- ২১ তাং: ৮/০৪/২০ খ্রি:। আদম পাচার ও প্রতারণার মামলায় পুলিশের খাতায় ফেরারী হলেও সম্প্রতি ঢাকা, নারায়নগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতারনার মাধ্যমে শতাধীক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আরিফুল ইসলাম বাবলু। ভূক্তভোগীরা সম্প্রতি তালা ও পাইকগাছা থানায় ডজন খানেক অভিযোগ দিয়েছে।
প্রতারিত হয়ে দুবাই ফেরত জাহিদুল ইসলাম জানান, আরিফুল ইসলাম বাবলুর সহযোগী নিজের মেঝো ভাই রেজাউল মালী আমাদের কাছ থেকে টাকা নিছে সেই ভিডিও আমাদের কাছে রয়েছে। রেজাউল পাইকগাছা থেকে আরো অনেকের কাছ থেকে টাকা নিয়েছে তার প্রমান রয়েছে।

পিতা সহ ৩ পুত্র আদম ব্যবসায়ী, মামলাবাজও বটে!

এদিকে প্রতারণার সংবাদ প্রকাশ করায় তালার সাংবাদিক শামিম খানকে মিথ্যা মামলার জড়ানোর চেষ্টা চালাচ্ছে প্রতারক কাদের মালীর পরিবার । সাংবাদিক শামিম খান জানান, কাদের মালীর প্রতারক ছেলে রেজাউল বিদেশে চাকুরী দেবার নামে টাকা নেওয়ার ভিডিও সহ স্বচিত্র প্রতিবেদন মিডিয়ায় ফলাওভাবে প্রকাশ হয়। এতে গাত্রদাহ শুরু হয় প্রতারক পরিবারের, তারা সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকী দেয়। সেই সূএ ধরে সম্প্রতি রেজাউল মালী তার ২য় স্ত্রীকে বাদী করে ঢাকার আদালতে একটি নারী নির্যাতন মামলায় সাংবাদিক শামিম জড়ানোর চেষ্টা করছে বলে পিবিআই এর এক তদন্তের নির্দেশে জানা গেছে। ইতিপূর্বে এমনই হুমকীর প্রেক্ষিতে কাদের মালী ও তার ছেলের নামে সাংবাদিক শামিম তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তালা বারুহাটি গ্রামের মোকবুল হোসেন জানান, কাদের মালীর পরিবারের সবাই প্রতারক। আমি তাদের আদম পাচার ও প্রতারণা না করার পরামার্শ দিই। কিন্তুু তারা ক্ষিপ্ত হয়ে আমার নামে ডাকাতি ও ছিনতাই মামলা করে। যা আদালতে মিথ্যা প্রমান হয়েছে। এদিকে সাংবাদিক শামীম খানের নামে মিথ্যা মামলার পায়তারার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’ (বিএমএসএস)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান,সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মোঃ সুমন সরদার সহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page