
সাতক্ষীরা তালা উপজেলার মেলা বাজার কপোতাক্ষ নদীর তীর ঘেঁষে ভাঙ্গন কুল নামক জায়গা থেকে মাঝিয়াড়া সংযোগ রাস্তাটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ইতিমধ্যে পাকা রাস্তাটি নদীগর্বে চলে গেছে ।
কপোতাক্ষ নদীর পানি বাড়ছে এতে নদীর তীরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ফলে ভাঙ্গন কুলের রাস্তাটি নদীগর্ভে চলে গেছে ও দ্রুত নদী ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ না করলে নদীর তীরবর্তী কয়েকটি ঘরবাড়ি ও একটি মন্দির নদী ভাঙনের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে।
এরইমধ্যে কয়েকমাস আগে নদীর পাড় ভাঙন রোদের জন্য সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন একটি ইমারজেন্সি প্রকল্পের মাধ্যমে গাছ দিয়ে পাইলিং ও রাস্তাটি মেরামত করে। পরে এক সপ্তাহের মধ্যে নদী গর্ভে চলে যায় পাইলিং সহ রাস্তাটি।
স্থানীয় সচেতন জনগণ বলছে মেলাবাজার ভাঙ্গন কুলের রাস্তাটি কয়েক বার সংস্কার হয়েছে কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই একই অবস্থা। রাস্তাটি ইমারজেন্সি প্রকল্প বলে নিম্নমানের কাজ করে দায় এড়াতে চায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড।
ইমারজেন্সি প্রকল্পের ঠিকাদার জয়দেব জানান এর আগে গাছ দিয়ে পাইলিং ও মাটি ভরাটের কাজ আমি করছিলাম। ইতিমধ্যে কাজের অল্প কিছু টাকা আটকানো আর সব টাকা পেয়েছি আবার নদী ভাঙনের কারনে নতুন কাজ শুরু করতে পেরেছি ।
তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন রাস্তাটি পানি উন্নয়ন বোর্ডের তারা যে কাজ করেছে আমাকে একবার জানায়নি। আগে একবার গাছ দিয়ে পাইলিং করে গেছে সাথে সাথে রাস্তা নদী গর্ভে চলে গেছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এসও জহিরুল ইসলামের সাথে কথা বললে জানান মেলাবাজার কপোতাক্ষ নদীর তীরবর্তী ভাঙ্গন জায়গায় জিওব্যাগ ফেলা হবে ও এরই মধ্যে ইমারজেন্সি প্রকল্পে প্রায় ২০ লক্ষ টাকার একটা বাজেট হয়েছে।যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কোন কর্মকর্তা।