
সাতক্ষীরা জেলার তালা উপজেলার আঠারোই গ্রামের মৃত আয়জুদ্দীনের ছেলে শেখ কোহিনুর ইসলাম । সে ১৯ বছর বয়স থেকে তাল গাছের চারা রোপন করা শুরু করেন। তার দাবি সে গত ২০ বছরে জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ও সরকারি রাস্তায় ধারে প্রায় সাড়ে তিন লাখ তালের বীজ রোপণ করেছেন। যা বীজ থেকে গাছ হয়ে এখন সূ-দৃশ্যমান।
বৃক্ষপ্রেমী মোঃ কোহিনুর ইসলাম শেখ দরিদ্র পরিবারের সন্তান হয়েও সে সংসার চালানোর পাশাপাশি নিজের জমি বিক্রি করে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে চলাচ্ছে তার এই নীরব বৃক্ষ রোপন কর্মসূচি।
পরিবারের নানা অভাব অনাটনেও তার এ বৃক্ষ রোপন কর্মসূচি কখনো থেমে যায়নি। তার এই সবুজ কর্মকান্ডের জন্য সাতক্ষীরা জেলার ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিতি লাভ করেছেন। আবার কেউ কেউ তাকে বৃক্ষ পাগল, বৃক্ষবন্ধু, পরিবেশ যোদ্ধা, সাদা মনের মানুষও হিসেবেও ডাকেন। বৈশ্বিক তাপমাত্রা জলবায়ু পরিবর্তন ইত্যাদির ক্ষতির ব্যাপকতা রোধ করে আগামী প্রজন্মের বসবাসের উপযুক্ত পরিবেশ এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে মোঃ কোহিনুর ইসলাম এই বৃক্ষ বিপ্লব চালিয়ে যাচ্ছেন। তার এই সামাজিক কর্মকান্ড দেশের উপকূলীয় অঞ্চলে সবুজ বাংলাদেশ গড়ার জন্য এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বৃক্ষপ্রেমী মোঃ কোহিনুর ইসলাম বলেন , ৩০ বছর ধরে আমি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপন করে আসছি। এই কার্যক্রম করে আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি যা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। সরকারি ভাবে সার্বিক সহযোগিতা পেলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ শ্যামল ও সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই বলে তিনি অভিব্যক্ত প্রকাশ করেন।
এ বিষয়ে সামাজিক বন বিভাগ তালা উপজেলা ফরেষ্টার মোঃ ইউনুছ জানান, আমারা মোঃ কোহিনুর ইসলামকে টেকনিক্যাল সহযোগিতা করেছি। এটা নি:সন্দেহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা উপজেলার সকলে তাকে অনুসরণ করলে এদেশ একদিন সবুজ দেশে পরিনত হবে্।
এ বিষয়ে তালা উপজেলা কৃষি অফিসার জনাব হাজিরা খাতুন বলেন কোহিনুর ব্যক্তি উদ্যোগে তাল গাছ রোপন করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সে আরো তাল গাছ লাগাক কৃষি অফিসের পক্ষ থেকে সব সময় তাকে সহযোগিতা করা হবে।