সাতক্ষীরার তালায় প্রতীক্ষা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা ও ছাত্র/ছাত্রীদের মাঝে হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে তালার মাগুরা ইউনিয়নে প্রতীক্ষা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উক্ত অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
প্রতীক্ষা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতীক্ষা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক উত্তম সেন।
আওয়ামী লীগ নেতা দেবাশীষ মুখার্জি সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, অধ্যক্ষ রাম প্রশাদ দাস, বিদ্যালয়েরর প্রধান শিক্ষক শুভ্রা বসু, ইনছাপ খা প্রমূখ।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনার শেষে অতিথিরা ছাত্র/ছাত্রীদের মাঝে হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।