সাতক্ষীরা তালা উপজেলা মহল্লাপাড়া গ্রামে ১৮ই ডিসেম্বর রবিবার অনুমান বেলা ১২: ৩০ মিনিটে কালের কন্ঠ পএিকার সাংবাদিক রোকনুজ্জামান টিপুর বাসায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বিষাক্ত সাপটার নাম ঘরচিতা।
রোকনুজ্জামান টিপু সুলতান জানান – আমাদের বিড়াল মিলি আজ এই সাপটাকে ঘর থেকে ধরে মেরে ফেলেছে। তবে ঘরের কোন জায়গা থেকে ধরেছে সেটা আমরা কেউ জানি না।আমার ছোট মেয়ে ইভা বারান্দায় এসে দেখলো মিলি সাপের লেজ কামড়ে ধরে টানাটানি করছে।পরে টেনে নিয়ে উঠানে নিয়ে যায়। আমার দেখি সাপটা মারা গেছে ও বিড়ালটি পাশে বসে আছে।