সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজুর ইসলাম (তাজ)(১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুন) উপজেলার সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রিয়াজুর ইসলাম( তাজ) ভায়ড়া গ্রামের আব্দুল আজিজ জোয়ার্দারের ছেলে। সে সপ্তম শ্রেণীতে তালা বি,দে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ২ টার সময় নিজ বাড়িতে টেবিল ফ্যান চালিয়ে ঘুমাচ্ছিলো এমনসময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন রিয়াজুল ইসলাম । পরে রিয়াজুলকে তার পরিবারের লোকজন উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।