বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তালা উপজেলা সদরে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তালা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির খান মোঃ নুরুল আমিন, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, ৯৪’ ফ্রেন্ডস ফোরামের সদস্য মোঃ রফি আহমেদ, মোঃ মনিরজ্জামান বাচ্চু, হাবিবুর রহমান, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নয়ন ভদ্র, মোঃ বায়জিদ হোসন, সাংবাদিক মোঃ ইমরান হোসেন প্রমুখ।
তালা ভূমি অফিসের নাজির খান মোঃ নুরুল আমিন জানান, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের উদ্যোগে অত্র উপজেলার ৫ শতাধিক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে উক্ত কম্বল বিতরণ করা হচ্ছে। তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বুধবার বিকালে সরুলিয়া ইউনিয়নে উক্ত কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।