তালায় কবি সিকান্দার আবু জাফর সড়কে রাত আনুমানিক ৮.৫০ ঘটিকার সময় অজ্ঞাত নামা মোটরসাইকেল ধাক্কায় আহত দুই।
বুধবার ২০ এপ্রিল উপজেলার তেঁতুলিয়া সবুজ শিক্ষা নিকেতন এর সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন শুকদেবপুর গ্রামের মৃত ছবির বিশ্বাস এর পুত্র মোঃ আব্দুল মজিদ বিশ্বাস (৬০) ও একই গ্রামের মৃত মোনছোপ গাজীর পুত্র আব্বাসউদ্দীন গাজী। আহতদের পথচারী দের মাধ্যমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করা হয়েছে। এবং আহত দুই জনের মধ্যে আব্দুল মজিদ বিশ্বাস এর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী দের মতে জানা গেছে খুলনা থেকে একটি এ্যাম্বুলেন্স কয়রায় একটি লাশ নামিয়ে ফেলার পথে ঘটনা স্থল রাস্তার উপর একজন কে পড়ে থাকতে দেখে তারা দাঁড়ান, পরবর্তী তে তাদের গাড়ির আলোতে অপরজনের পড়ে থাকতে দেখে উভয়কে তালা হাসপাতালে নিয়ে আসেন। তাদের ধারনা মতে একটি মোটর সাইকেল উভয়কে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।