তালায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি তালা উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
অদ্য শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালা থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএমএসএস এর তালা উপজেলা কমিটির উপদেষ্টা-শামীমখান( এশিয়ান টেলিভিশন) ,সভাপতি-নব কুমার দে (দৈনিক সাতনদী), সিনিয়র সহ-সভাপতি- অর্জুন রায়(দৈনিক বাংলাদেশ বুলেটিন),সহ-সভাপতি-শাহীন বিশ্বাস (দৈনিক কালের চিত্র), সাধারণ সম্পাদক-অমিত পাল (দৈনিক মানবাধিকার সংবাদ),
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মিজানুর রহমান (দৈনিক কল্যান),সাংগঠনিক সম্পাদক – মো: কুদ্দুস পাড় (দৈনিক স্বদেশ বিচিত্র),সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- ইলিয়াস হোসেন (দৈনিক জয় বার্তা)।
এসময় তারা কুশলাদি বিনিময়ের পর সংক্ষিপ্ত আকারে মত বিনিময় করেন।