‘কাংখিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলার মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার অনুপম রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা আক্তার, এস সুরাইয়া, লুৎফুন নাহার, তহমিনা খাতুন, খাদিজা সুলতানা, রবিউল ইসলা, রমা রানী কর্মকার, পিটিএ সভাপতি জয়ন্তী রানী ঘোষ, এস এম সির সহ-সভাপতি ফাল্গুনী হাজরা, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফজর আলী, কমিটির সদস্য সন্দীপ কুমার দাশ, দেবব্রত দাশ,দীপা চৌধুরী, মিতালী ঘোষ শিক্ষার্থী স্নিগ্ধা ঘোষ, সুস্মিতা ঘোষ প্রমুখ। পরে শিক্ষকদেরকে এসএমসি, পিটিএ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।