সাতক্ষীরার তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ মে) সকাল ১০টায় তালা বিদে সরকারী হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উদ্বোধন উপলক্ষে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/বালিকা (অনুর্ধ্ব ১৭)’র উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সরুলিয়া ইউনিয়ন (অনুর্ধ্ব ১৭) ফুটবল একাদশ ও খলিলনগর (অনুর্ধ্ব ১৭) ফুটবল একাদশ। উক্ত খেলায় সরুলিয়া ইউনিয়ন (অনুর্ধ্ব ১৭)ফুটবল একাদশ জয় লাভ করেন। একই দিনে এই মাঠে আরও তিনটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে জানান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইনামুল ইসলাম ।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাকসিস এর সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ ইনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি।
এসময় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকল্প কর্মকর্তা ওবায়দুল হক, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সদস্য কাজী গাউসুল আজম মারুফ, সরুলিয়া ইউপি সদস্য শেখ মাসুদ রানা, মোঃ সাইফুল ইসলাম,খলিলনগর ইউপির প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডল ও ইউপি সদস্য শাহাদাৎ হোসেন প্রমূখ।
সরুলিয়া ইউনিয়ন (অনুর্ধ্ব ১৭) ফুটবল একাদশ ও খলিলনগর (অনুর্ধ্ব ১৭) ফুটবল একাদশের মধ্যে খেলাটি পরিচালনা করেন, শেখ হাবিবুর রহমান এবং সহযোগীতায় ছিলেন মীর কাইয়ুম ইসলাম ডাবলু, মোঃ আসাদুজ্জামান ও অরিন্দম মন্ডল।