তালায় আইন-শৃঙ্খলা মিটিং এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাবেক ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম খান সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তালা থানাধীন তালা সদর ইউনিয়নস্থ শাহপুর বাজারে ২ নং বিট এর আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক একটি বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান আইন শৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন।
এছাড়া এলাকায় চুরি ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ, অবৈধভাবে ভূমি দখল, তরুণ/যুবকদের সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী, শিশু ও বয়স্কদের প্রতি সহিংসতা ইত্যাদি অপরাধ রোধে এলাকার সাধারণ মানুষের সাথে বস্তুনিষ্ঠ আলোচনা হয়। আমন্ত্রিত বিভিন্ন কমিউনিটি থেকে আগত প্রতিনিধি বৃন্দ, সুশীল সমাজ, সুধীবৃন্দের উদ্দেশ্যে এ সকল সচেতন করা সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ দেন।