তালায় সময়োপযোগী কর্মসূচি গ্রহন করে বৃক্ষ বিতরন ও রোপন কর্মসূচি অনুষ্ঠিত। ১৩ ই সেপ্টেম্বর, মঙ্গলবার তালা উপজেলা অন্যতম বেসরকারী সংস্থা ‘ আলোক ‘ এর আয়োজনে নাংলা নতুন বাজারে সংস্থার প্রধান কার্যালয়ে ১০০ বৃক্ষ বিতরন ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে আলোক যুব সংগঠনের সদস্য মোঃ আল আমিনের সঞ্চালনায় ও আলোক এর নির্বাহী পরিচালক মোঃ রাশিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ গোলাম ফারুক, আলোক সংস্থার সভাপতি মোঃ শফিউল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোক এর সহ সভাপতি জয়দেব কুমার দে, নির্বাহী সদস্য গীতা রানী ভদ্র, নির্বাহী সদস্য সাকিলা বেগম, নির্বাহী সদস্য ছাবিনা খাতুন, ইসলামকাটি ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি নাজমুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের উইপি সদস্য মোঃ ফেরদৌস মোড়ল, সংরক্ষিত ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য ফারহানা ইয়াসমিন লাকি, মাওলানা সাইফুল্লাহ রহমান সহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, যার মুক্তির একমাত্র উপায় বেশি বেশি বৃক্ষ রোপন। আলোক সংস্থার এমন মহৎ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং সময়োপযোগী পদক্ষেপ বলে ধন্যবাদ জ্ঞাপন করেন।