ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করার দায়ে পার্থ সরকার নামে এক যুবক আটক হয়েছে, সে তালা উপজেলার আটারই গ্রামে এ আনন্দ সরকারে ছেলে, পার্থ{ ২০} সরকার, শুক্রবার রাত ৮ টা সময় তালা উপজেলার সদর ইউনিয়নে শেখের হাট বাজারে সাধারণ জনগণ তাকে আটক করেন, পরবর্তীতে তালা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সাধারণ জনগণ।