সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদে তালাবাসির উদ্দ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোমবার (১১ জুলাই) বিকালে কপোতাক্ষ নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়৷ গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে নৌকা বাইচ দেখার জন্য কপোতাক্ষের দুই পাড়ে হাজারও মানুষের ঢল নামে।
নৌকা বাইচ প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার্স ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানসহ স্হানীয় আওয়ামীলীগে নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ৷
এ সময় দলমত নির্বিশেষে হাজারও মানুষ এ ঐতিহ্যবাহি নৌকা বাইচ দেখতে কপোতাক্ষ নদের দুপাড়ে ভীড় করে ৷
নৌকা বাইচ শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।