সাতক্ষীরা তালায় মোবারকপুর গ্রামের ফারুক সরদার( ৩৫) পিতাঃনিজাম সরদার তার নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার ১ ছেলে ও ১মেয়ে রয়েছে। তিনি কৃষি ও মানুষের খেতে খামারে কাজ করে সংসার চালাতো।
বুধবার (২০ জুলাই ) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনা স্থলে গেলে স্থানীয়রা জানান ফারুক অনেক দিন থেকে মাথার সমস্যা দেখা দিছে বলে উল্টো পাল্টা করে।বুধবার রাত ৮ টার দিকে হটাৎ করে ফারুকের স্ত্রী তাদের থাকার ঘর বন্ধ পাওয়ায় ঘর খোলার চেষ্টা করে ঘর না খুলতে পের চিৎকার দেয় চিৎকার শুনে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ফারুকের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস অবস্থায় দেখতে পায়।
পরিবারের লোকজন দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক সরদারকে মৃত ঘোষণা করেন।
তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।